তিলোত্তমা জীবন
স্নানের পরে ভেজা কাপড় মেলতে গিয়ে- আজও তো বালিকা আড়চোখে দেখে নেয়-
উঁচু উঁচু দালানের পাশে আজও তো হঠাৎ দৃষ্টিগোচর হয়,হঠাৎএকটা বস্তি!
বিচ্ছিন্ন-বিদ্যুতের অন্ধকারে যা মুখর হয়ে ওঠে!...দেখোনি?!
আজও তো পেয়েছি কিশোরী বালিকার গায়ে সদ্য-ছাড়া শৈশবের গন্ধ!
শুনেছি তার সঙ্গোপনে করা খুনসুটির আলাপ!
বিচ্ছিন্ন-বিদ্যুতের অন্ধকারে যা মুখর হয়ে ওঠে!...দেখোনি?!
আজও তো পেয়েছি কিশোরী বালিকার গায়ে সদ্য-ছাড়া শৈশবের গন্ধ!
অবাক নয়নে দেখেছি তাকে তখন!
কর্ণে করেছি শ্রবণ!
আজও কি তারা অবিকল আমার মতোন?!
আজও তো বর্ষার মেঘে আকাশ ভেঙে বৃষ্টি পরে।
কারোর বুকে বৃষ্টি ছোয়ার নেশা লাগে!
চোক্ষে কারোর কাজল মাখার ঘোর লাগে!
কারোর বুকে বৃষ্টি ছোয়ার নেশা লাগে!
আজও যদি গভীর রাতে বজ্রের আলো,গর্জের ধ্বনি শোনা যায়,,
তবে কেন নয়,
পূর্বেরই মতো প্রিয়'র বুকে তৎক্ষণাৎ-ই ঝাঁপিয়ে পড়া?
যাবে না কেন, এ জগতেই সুখের স্বর্গ রচনা করা?
একটু করে তোমার আমার তিলোত্তমা জীবন গড়া?
২৪ জুলাই ২০১৮
(এ কবিতাটি "দূর্বাঘাস" নামক একটি অনলাইন সাহিত্য পত্রিকায় ৪ ডিসেম্বর ২০২১ প্রকাশ পায়।এছাড়াও ফেসবুকে আমার আইডি থেকে পোস্ট করা হয়েছে। লিংক-তিলোত্তমা জীবন
কবিতাটিকে অনেকেই “কেবল দম্পতি বা প্রেমিক যুগলকে উদ্দেশ্য করে লেখা” মনে করেছেন। এটি আদতে সকলের জন্য। সামগ্রিক ইতিবাচক জীবনকে উদ্দেশ্য করে লেখা। তিলোত্তমা এক জীবনের শাশ্বত অভিপ্রায়ে লেখা...)
বুশরা আহমেদ

.jpg)

Comments
Post a Comment