...বলে কিনা-"রক্তের বন্যায় ভেসে যাচ্ছে কাবা শরীফ"!!!

 


খালা প্রসঙ্গক্রমে বলছেন,

-"...এই ফেসবুক,ইউটিউবে না,অনেকসময়ই দেখি খবরের শিরোনামের সাথে ভিতরের খবরের কোনো মিল নাই! ঐদিন দেখি কি,ইউটিউবে একটা ভিডিওর গায়ে লেখা -"রক্তের বন্যায় ভেসে যাচ্ছে কাবা শরীফ! সাথে রক্তারক্তি ছবি দেয়া"! কেমন লাগে বল্ তো এরকম একটা নিউজ দেখলে...."!


-"হা,আমিও দেখসি নিউজটা। কিন্তু ভিডিও আর ওপেন করি নাই! হেডলাইন দেখলেই তো বোঝা যায়,ফেক নিউজ, আপনি আবার এগুলা বিশ্বাস করেন আন্টি......!"


-"তারপরও বল্, নিজেদের মানুষ হজে গেসে, হঠাৎ এরকম দেখলে কেমন লাগে! তাই ভিডিওটা দেখা শুরু করলাম। দেখি কী,কাবা শরীফের ফ্লোর মুছতেসিলো,তাই পানিতে ফ্লোর পিচ্ছিল হয়ে ছিল। তখন এক লোক হাঁটতে গিয়ে পিছলে পরে গেসে,তার মাথা একটু ফেটে রক্ত বের  হইসে...!"


খালা এইটুক বলার পর উপস্থিত সবার হাসতে হাসতে মরার যোগাড়! তিনি আবার খুবই মজার ভঙ্গিতে কথা বলতে পারেন!


-"চিন্তা কর্ কেমনটা লাগে! আমি তো ভয়ে শেষ হয়ে গেসিলাম যে,আবার যুদ্ধ-টুদ্ধ শুরু হইলো নাকি,হাজিদের মেরে ফেলতেসে নাকি! কী রকম একটা অস্থিরতায় ভুগলাম দ্যাখ্! আর পুরোটা ভিডিও দেখে শেষ করার পর জানলাম কিনা এই! আবার ভিডিওর শেষে বলতেসে,"আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক,সাবস্ক্রাইব...... "


১২ আগস্ট ২০২২


Comments

Post a Comment

Popular Posts