শশী-কুসুম উপাখ্যানঃ২

               উচ্চবিত্তের প্রেমে-পড়া                     মধ্যবিত্তের জবানবন্দীঃ                                   

বার্সেলোনায় অবকাশ যাপনের ক্ষমতা নেই,নেই এমনকি সেন্ট মার্টিনেরও

তা সে যেমন ক্ষমতা-ই হোক,নেই কোনোটাই 

আমাকে তাই পাওয়া যায়,

এ শহরেরই পথে-ঘাটে, অলিতে-গলিতে,পাড়া-মহল্লায়;

চলার পথে বিরতি দিয়ে, কখনো রিকশা থামিয়ে, চায়ের টং দোকানে;

চিনি ছাড়া দুধ-চা আর পাউন্ড কেক-এ সানন্দে কামড় বসাতে..

কখনো বা যদি দেখে ফেলো বেনসন বা  মার্লবোরোর জ্বলন্ত বা মৃতটা হাতে নিয়ে, বেশি ঘাবড়ে যেয়ো না.....

মধ্যবিত্তের দৌড় এতটুকুই,

ভ্যালেন্সিয়ায় যাবার অবকাশ নেই...



২৪ সেপ্টেম্বর ২০২১


ছবি-সংগৃহীত

ছবি-নিজস্ব


বারবোসাকে ফস্টারে দিয়ে আসার পথে,রিকশায় বসে ডান হাতে চা,আর বা-হাতে মোবাইলে লেখা.....





Comments

Post a Comment

Popular Posts