শশী-কুসুম উপাখ্যানঃ২
উচ্চবিত্তের প্রেমে-পড়া মধ্যবিত্তের জবানবন্দীঃ
বার্সেলোনায় অবকাশ যাপনের ক্ষমতা নেই,নেই এমনকি সেন্ট মার্টিনেরও
তা সে যেমন ক্ষমতা-ই হোক,নেই কোনোটাই
আমাকে তাই পাওয়া যায়,
এ শহরেরই পথে-ঘাটে, অলিতে-গলিতে,পাড়া-মহল্লায়;
চলার পথে বিরতি দিয়ে, কখনো রিকশা থামিয়ে, চায়ের টং দোকানে;
চিনি ছাড়া দুধ-চা আর পাউন্ড কেক-এ সানন্দে কামড় বসাতে..
কখনো বা যদি দেখে ফেলো বেনসন বা মার্লবোরোর জ্বলন্ত বা মৃতটা হাতে নিয়ে, বেশি ঘাবড়ে যেয়ো না.....
মধ্যবিত্তের দৌড় এতটুকুই,
ভ্যালেন্সিয়ায় যাবার অবকাশ নেই...
২৪ সেপ্টেম্বর ২০২১
![]() |
| ছবি-সংগৃহীত |
![]() |
| ছবি-নিজস্ব |
বারবোসাকে ফস্টারে দিয়ে আসার পথে,রিকশায় বসে ডান হাতে চা,আর বা-হাতে মোবাইলে লেখা.....


.jpg)

সঠিক
ReplyDelete