লালন শাহ'র সুরে.........
ছবি-সংগৃহীত (লালন সাঁই এর গান বা সুর-মিশ্রিত দর্শনগুলো,সুর বাদ দিয়ে পড়ার চেষ্টা করলে একটা Tone কানে বাজে,সেই Tone এ একটা কিছু লিখতে ইচ্ছা করছিল(কারণ উনাতে বুঁদ হয়ে ছিলাম তখন।কমপক্ষে ১০ বছর আগের কথা এটা)।তখন আবার এই লাইনগুলো প্রচন্ডভাবে মাথায় ঘুরছিল।এই ধরনের কথাগুলো সেভাবে লিখা যেতে পারে বলে মনে হয়েছিল। যাহোক,সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় এখানে তুলে দিলাম।) রঙ্গিলা এই দুনিয়ায় তুমি আমি হায় কেও-ই তো নয়। আছেন যিনি উপরে কল-কাঠি তিনিই নাড়ে মাঝখানেতে পড়িয়া হায় তোমার আমার জীবন ক্ষয়। না-ইতো হইতে পারিতো দুনিয়াখান পাইলেন তিনি খোয়াইশের অবসান- গড়িয়া এই দুনিয়াতে জান। গান খানিতো ঠিকই কয়- "একখান চাবি মাইরা দিছে ছাইড়া"... আসলেই কী তাহা নয়?! সব তো ঠিক করাই আছে তোমার আমার জীবন মাঝে শুধুই জীবনের বইয়া চলা - তাহারই ইচ্ছায়। কেবলই বৈচিত্র্য দেখার অপেক্ষায়.... (লেখার নিচে তারিখ দেয়া দেখছি না।আমি সম্ভবত ক্লাস এইট(২০০৮)থেকেই লেখার নিচে তারিখ দিয়ে রাখি।তাহলে এটা তারও আগে কিনা জানিনা।কিন্তু লালন সাইয়ের গান জানা থাকলেও, জীবনী পড়েছি নাইনে যার পর থেকে বেশি প্রেমে মজেছি এবং সম্ভবত লেখার তাড়না অনুভব করেছি।তাই ...



.jpg)

.jpg)

